গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
গৌরীপুর, ময়মনসিংহ।
www.gouripur.mymensingh.gov.bd
স্মারক নং-০৫.৩০.৬১২৩.০০০.৪৩.০৪২.১৫.১৬-১৩৮ তারিখ- ২৩/০২/২০১৬খ্রি.
বিষয় : উপজেলা ইনোভেশন টিম কর্তৃক ২০১৬ সালের বাৎসরিক উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রনয়ন প্রসঙ্গে।
সূত্র : জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয়ের কার্যালয়ের স্মারক নং ০৫.৩০.৬১০০.০৩৪.০৮.০০২.১৬-৯ তারিখঃ ১৩/০১/২০১৬ খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মহোদয়য়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গৌরীপুর উপজেলা ইনোভেশন টিম কর্তৃক ২০১৬ সালের বাৎসরিক উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রামত্ম প্রতিবেদন সংযুক্ত ছক মোতাবেক পূরণপূর্বক সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এতদসংগে প্রেরণ করা হলো।
সংযুক্তঃ০১ (এক) ফর্দ।
( স্বাক্ষরিত)
জনাব শারমিন জাহান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) ও জেলা ইনোভেশন অফিসার ময়মনসিংহ।
|
| ( দূর-রে-শাহ্ওয়াজ)উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর, ময়মনসিংহ। মোবাইলঃ +৮৮০১৭৩৩-৩৭৩৩৪৮(অফিস) ফোনঃ +৮৮০৯০২৪-৫৬০০২ (অফিস) ই-মেইল-unogouripur@mopa.gov.bd
|
স্মারক নং-০৫.৩০.৬১২৩.০০০.৪৩.০৪২.১৫.১৬-১৩৮ তারিখ-২৩/০২/২০১৬খ্রি.
অনুলিপিঃ
১। জেলা প্রশাসক, ময়মনসিংহ।
২। সহকারী কমিশনার (ভূমি), গৌরীপুর, ময়মনসিংহ।
৩। উপজেলা ......................... অফিসার, গৌরীপুর, ময়মনসিংহ।
উপজেলা নির্বাহী অফিসার
গৌরীপুর, ময়মনসিংহ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস