Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কেল্লা বোকাইনগর
স্থান

বোকাইনগর, গৌরীপুর, ময়মনসিংহ

কিভাবে যাওয়া যায়

সড়ক পথে- ঢাকা থেকে ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে ময়মনসিংহ সদর(প্রায় ১২০কিঃমিঃ) হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে(প্রায় ২০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ। চট্টগ্রাম থেকে কুমিল্লা ব্রাহ্মনবাড়িয়া-ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে(প্রায় ৩২০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ। সিলেট থেকে সিলেট-কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ। রেলপথেঃ ঢাকা থেকে ঢাকা-ভৈরব কিশোরগঞ্জ হয়ে (প্রায় ২২০ কিঃমিঃ) দূরে এবং ঢাকা থেকে ঢাকা-ময়মনসিংহ হয়ে (প্রায় ১৫০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ। সিলেট থেকে সিলেট-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ রেলপথে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ।

যোগাযোগ

0

বিস্তারিত

সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তৎকালীন বাংলার সুবেদার খাজা উসমান গণি এই কেল্লাটি নির্মাণ করেন।তিনি এই কেল্লার সাথে একটি মসজিদ নির্মাণ ও একটি পুকুর খনন করেন। পরবর্তী সুবেদার চাঁদ রায়এই কেল্লার সাথে আরও একটি পুকুর খনন করেন এবং একটি মন্দির নির্মাণ করেন। মসজিদ, মন্দির ও কেল্লার ধ্বংসাবশেষ এখনও বর্তমান আছে। পুকুর দুটো ভরাট হয়ে গেছে এতে এখন ফসলের চাষাবাদ করা হয়। চাঁদ রায় এই কেল্লার সাথে আরও একটি পুকুর খনন করেন এবং একটি মন্দির নির্মাণ করেন । মসজিদ, মন্দির ও কেল্লার ধ্ববংসাবশেষ এখনও বর্তমান আছে । পুকুর দুটো ভরাট হয়ে গেছে ।এতে এখন ফসলের চাষাবাদ করা  হয়। চাঁদ রায় বোকাইনগর রেল ষ্টেশনের কাছে একটি সেতুও নির্মাণ করেন । সেতুটি কালক্রমে মাটির নীচে চলে গেছে ।