Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বিজয়-৭১
বিস্তারিত

বঙ্গবন্ধু চত্ত্বরের পাশে বিজয়’৭১ অবস্থিত। মোঃ শফিকুল ইসলাম হবি মেয়র থাকাকালীন নকসা ও ডিজাইনের মাধ্যমে বিজয়’৭১ নির্মিত হয়। এর আশে পাশের রাস্তায় আনুমানিক ১৯৩০/৩৫ সালে বিট্রিশ আমলে তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী সৌন্দর্য বর্ধনের জন্য বিদেশ থেকে এনে এই গাছগুলো গৌরীপুরে রোপন করেন। প্রকৃতি প্রেমী লোকজন দুরদূরান্ত থেকে এসে এগাছগুলোর সৌন্দর্য উপভোগ করতেন। পাম গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়েই সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপি ২০১৪ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার পিতলের মুরাল নির্মাণ করেন।পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পঠভূমি, সাতজন বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ও গৌরীপুরের স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাদা মোজাইক পাথরের মুরাল স্থাপন করেন। আমৃত্যু তিনি এই কাজেই নিজের সর্বস্ব উজাড় করে ব্যয় করে গেছেন। ২০১৬ সালে কাজ অসমাপ্ত রেখেই ২রা মে তিনি অকাল মৃত্যু বরণ করেন। এর পাশেই রয়েছে গৌরীপুর স্মৃতিসৌধ, বিজয়’৭১।