বীরঙ্গনা সখিনার মাজার
মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে বীরাঙ্গনা সখিনারমাজার আছে। প্রতিব্রতা সখিনা পিতা দেওয়ান ওমর খাঁর বিরুদ্ধে তার স্বামী ফিরোজ খাঁকে উদ্ধার করার জন্য পুরুষ বেশে যুদ্ধ করেন এবং যুদ্ধ ক্ষেত্রে স্বামীর তালাক নামা পেয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু বরণ করেন ।
নিজাম আউলিয়ার মাজার
বোকাইনগরে নিজাম উদ্দিন আওলিয়ার হুজরাখানা আছে। এখানে বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তার স্মৃতি ধরে রাখার জন্য জাগয়াটাকে পাকা করে রাখা হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে এখানে মেলা বসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস