গৌরীপুর উপজেলার সীমানাঃ
উত্তরে পূর্বধলা উপজেলা ও নেত্রকোণা সদর উপজেলা। পূর্বে কেন্দুয়া, নেত্রকোণা। দক্ষিণে ঈশ্বরগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ সদর উপজেলা।
০১। অবস্থানঃ
উপজেলাটি প্রায় ২৪˙৩৮˝ ও ২৪˙৫০˝ উত্তর অক্ষাংশে এবং ৯০˙২৭˝ ও ৯০˙৪৪˝ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
(ক) উপজেলার আয়তন- ২৭৭ বর্গ কি.মি.
(খ) ইউনিয়নের সংখ্যা- ১০ টি(মইলাকান্দা, গৌরীপুর, অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, সিধলা )
(গ) পৌরসভার সংখ্যা- ০১ টি
(ঘ) মৌজার সংখ্যা- ২৪৭ টি
(ঙ) গ্রামের সংখ্যা- ৩২৪ টি
(চ) জেলা সদর হতে উপজেলার দূরত্ব- সড়কপথে- ২০কি.মি, রেলপথে- ৩৩কি.মি.
০২। জনসংখ্যা (২০২২ সনের জনশুমারী অনুযায়ী)
(ক) পুরুষ- ১,৭৬,১৭৫ জন
(খ) মহিলা-১,৮১,১৭৮ জন
(গ) মোট- ৩,৫৭,৩৫৩ জন।
(ঘ) ভোটার পুরুষ- ১৩৯১৯৯ জন
মহিলা-১৩৬৭৮৭ জন
মোট: ২৭৫৯৮৬ জন
০৩। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানঃ
(ক) মোট কলেজ- ০6 টি
(খ) সরকারি কলেজ- ০১ টি
(গ) মহিলা কলেজ- ০১ টি
(ঘ) মাদ্রাসা- ১৭ টি
(ঙ) সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ- ০১ টি
(চ) সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট- ০১টি
(ছ) বি.এম. কলেজ- ০৩টি
(জ) কারিগরি স্কুল এন্ড বি.এম কলেজ- ০১টি
(ঝ) উচ্চ বিদ্যালয় ও কলেজ – ০২টি
(ঞ) উচ্চ বিদ্যালয়- ২৮ টি
(ট) বালিকা উচ্চ বিদ্যালয়- ০৪ টি
(ঠ) কারিগরি স্কুল- ০২টি
(ড) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০৪ টি
(ঢ)প্রাথমিক বিদ্যালয়- ১৭৭ টি
০৪। কৃষি বিভাগঃ
(ক) কৃষি জমির পরিমাণ- ২২,৮৬০ হেক্টর
(খ) আবাদি জমির পরিমাণ- ২২,৮৬০ হেক্টর
(গ) এক ফসলি জমি- ১২৪৭ হেক্টর
(ঘ) দুই ফসলি জমি- ১৭৬১০ হেক্টর
(ঙ) তিন ফসলি জমি-৩৬৫৩ হেক্টর
(চ) চার ফসলি জমি-৩৫০ হেক্টর
(ছ) পতিত জমি- ৪০০ হেক্টর
(জ) সেচকৃত জমি- ২১৩৪৫ হেক্টর
(ঝ) মোট পরিবারের সংখ্যা-৭২০৪৭টি
(ঞ) কৃষি পরিবারের সংখ্যা- ৬২৯৫৬টি
(ট) অকৃষি পরিবারের সংখ্যা- ৯০৯১ টি
০৫। রাজস্ব বিভাগঃ
(ক) ভূমি অফিসের সংখ্যা- ১২ টি
(খ) সাব রেজিস্ট্রি অফিসের সংখ্যা- ০১ টি
(গ) হাট বাজারের সংখ্যা- ১৮ টি
০৬। স্বাস্থ্য বিভাগঃ
(ক) সরকারি হাসপাতাল- ০১ টি
(খ) ডাক্তারের সংখ্যা মঞ্জুরীকৃত- ২০ জন, কর্মরত- ১০ জন।
(গ) নার্সের সংখ্যা মঞ্জুরীকৃত- ২১ জন, কর্মরত- ২০ জন
(ঘ) হাসপাতালের বেডের সংখ্যা- ৫০ টি
(ঙ) এক্সরে মেশিনের সংখ্যা- ০১ টি
(চ) পল্লী স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা- ০৫ টি
০৭। পরিবার পরিকল্পনা দপ্তরঃ
(ক)সক্ষম দম্পতির সংখ্যা- ৮৪,০০০ টি
(খ) পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ০১ জন
(গ) পরিবার পরিকল্পনা মাঠকর্মী- ৭৫ জন
(ঘ) পরিবার কল্যাণ কেন্দ্র- ১০ টি
(ঙ) জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা- ৪৩,১৭০ জন
০৮। যোগাযোগ ব্যবস্থাঃ
(ক) পাকা রাস্তা- ১৭৪.২৮কি.মি
(খ) কাঁচা রাস্তা-৬০৪.৫৭ কি.মি
(গ) রেল স্টেশনের সংখ্যা- ০৩ টি
(ঘ) বাস স্টেশনের সংখ্যা- ০১ টি
০৯। ধর্মীয় প্রতিষ্ঠানঃ
(ক)মসজিদ-৬৭২ টি ( ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক-১০৬ টি)
(খ) মন্দির- ৪০ টি
(গ) ঈদগাহ- ০১টি (সরকারি)
(ঘ) কবরস্থান- ০২ টি (সরকারি)
(ঙ) মাজার- ২৮ টি
১০। দর্শনীয় স্থানঃ
(ক) নিজাম উদ্দিন আওলিয়ার মাজার, কেল্লা বোকাইনগর; বীরঙ্গনা সখিনার মাজার, কেল্লা তাজপুর; রামগোপালপুর জমিদার বাড়ি ও সিংহ দরজা; গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়; শালিহর বধ্যভূমি , ২ নং গৌরীপুর; গৌরীপুর সরকারি কলেজ।
১১। পত্রপত্রিকাঃ রাজ গৌরীপুর, গৌরীপুর বার্তা।
১২। অন্যান্যঃ
(ক )এতিমখানা- ২ টি
(খ) আবাসিক হোটেল/ রেস্টহাউজ- জেলা পরিষদ ডাকবাংলো; শাপলা প্লাজা রেস্টহাউজ, গৌরীপুর মধ্যবাজার।
(গ) ইটভাটা- ১২ টি
(ঘ) খাদ্যগুদাম- ০২ টি
(ঙ)রাইসমিল- ৩৪ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস