Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কেল্লা বোকাইনগর
Location

বোকাইনগর, গৌরীপুর, ময়মনসিংহ

Transportation

সড়ক পথে- ঢাকা থেকেঢাকা-ময়মনসিংহজাতীয় মহাসড়ক পথেময়মনসিংহ সদর(প্রায় ১২০কিঃমিঃ) হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পথেকলতাপাড়া হয়ে(প্রায় ২০ কিঃমিঃ) দূরে গৌরীপুরউপজেলাপরিষদ। চট্টগ্রামথেকে-কুমিল্লাব্রাহ্মনবাড়িয়া-ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহজাতীয় মহাসড়ক পথেকলতাপাড়া হয়ে(প্রায় ৩২০ কিঃমিঃ) দূরে গৌরীপুরউপজেলাপরিষদ। সিলেট থেকে সিলেট-কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহজাতীয় মহাসড়ক পথেকলতাপাড়া হয়ে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুরউপজেলাপরিষদ। রেলপথেঃ ঢাকা থেকেঢাকা-ভৈরব কিশোরগঞ্জ হয়ে (প্রায় ২২০ কিঃমিঃ) দূরে এবং ঢাকা থেকেঢাকা-ময়মনসিংহহয়ে (প্রায় ১৫০ কিঃমিঃ) দূরেগৌরীপুরউপজেলাপরিষদ। সিলেট থেকে সিলেট-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ রেলপথে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুরউপজেলাপরিষদ।

Contact

0

Details

সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তৎকালীন বাংলার সুবেদার খাজা উসমান গণি এই কেল্লাটি নির্মাণ করেন।তিনি এই কেল্লার সাথে একটি মসজিদ নির্মাণ ও একটি পুকুর খনন করেন। পরবর্তী সুবেদার চাঁদ রায়এই কেল্লার সাথে আরও একটি পুকুর খনন করেন এবং একটি মন্দির নির্মাণ করেন। মসজিদ, মন্দির ও কেল্লার ধ্বংসাবশেষ এখনও বর্তমান আছে। পুকুর দুটো ভরাট হয়ে গেছে এতে এখন ফসলের চাষাবাদ করা হয়। চাঁদ রায়এই কেল্লার সাথে আরও একটি পুকুর খনন করেন এবং একটি মন্দির নির্মাণ করেন । মসজিদ, মন্দির ও কেল্লার ধ্ববংসাবশেষ এখনও বর্তমান আছে । পুকুর দুটো ভরাট হয়ে গেছে ।এতে এখন ফসলের চাষাবাদ করা হয়। চাঁদ রায় বোকাইনগর রেল ষ্টেশনের কাছে একটি সেতুও নির্মাণ করেন । সেতুটি কালক্রমে মাটির নীচে চলে গেছে ।